Monday, November 13, 2017

Aremin ৳ 180.00

Aremin

৳ 180.00
শ্বেতপ্রদর, অনিয়মিত ও অতিরিক্ত ঋতু¯্রাব, ব্যথাযুক্ত ঋতু¯্রাব, শুক্রমেহ এবং জরায়ুর দুর্বলতা ।

ক্যাপসুল
এরিমিন
লিউকোরিয়া প্রতিরোধক এবং প্রোটোজোয়া বিরোধী
জেনেরিক নামঃ কুরছ রেহ্মিন

উপাদান সমূহঃ
প্রতি ৫০০ মিগ্রা ক্যাপসুলে আছে নি¤œলিখিত উপাদান গুলোর সক্রিয় নির্যাসঃ
ভেষজ নামপরিমান
সুপারী ফুল১১৮.৫১ মিগ্রা
শিমুল গাছের গঁদ১১৮.৫১ মিগ্রা
পলাশ গাছের গঁদ১১৮.৫১ মিগ্রা
মিঠা ইন্দ্রযব৫৯.২৫ মিগ্রা
অশ্বগন্ধা৫৯.২৫ মিগ্রা
কুশ্তা কলয়ী৭.৪০ মিগ্রা
কুশ্তা মারজান৭.৪০ মিগ্রা
কুশ্তা বয়জা৭.৪০ মিগ্রা
কুশ্তা আকীক৩.৭০ মিগ্রা
এবং অন্যান্য সহায়ক উপাদানAnd other subsidiary ingredientsপ্রয়োজনমতো

সূত্রঃ কুরছ রেহ্মিন
বাংলাদেশ জাতীয় ইউনানী ফর্মুলারী- ২০০৯।
ইউনানী ঔষধ।

কার্যকারিতাঃ শ্বেতপ্রদর, অনিয়মিত ও অতিরিক্ত ঋতু¯্রাব, ব্যথাযুক্ত ঋতু¯্রাব, শুক্রমেহ এবং জরায়ুর দুর্বলতা ।

এরিমিন-এর বৈজ্ঞানিক বিশ্লেষণ তথ্যঃ এরিমিন বিভিন্ন ভেষজ উপাদানের সমন্বয়ে তৈরী একটি শক্তিশালী জরায়ুর শক্তিবর্ধক ও লিউকোরিয়া প্রতিরোধক ক্যাপসুল। ইহার বিভিন্ন ভেষজ উপাদানের মধ্যে রয়েছে- সুপারী ফুল, অশ্বগন্ধা, শিমুল গাছের গঁদ, কুশ্তা কলয়ী, কুশ্তা বয়জা ইত্যাদি। এই সমস্ত ভেষজ উপাদান বিভিন্ন মাত্রায় সক্রিয় থেকে লিউকোরিয়া প্রতিরোধ করে ও জরায়ুর স্বাভাবিক ছন্দ ফিরিয়ে আনে। এরিমিন প্রধান উপাদান সুপারি বা অৎবপধ পধঃবপযঁ-তে রয়েছে- ট্যানিন, ফ্যাট, এরিকোলিন ও এরিকেইন। এরিকোলিন অত্যন্ত শক্তিশালী ঔষধি গুন সম্পন্ন উপাদান। ইহা শ্বেতপ্রদর এবং প্রোটোজোয়ার বিরুদ্ধে অধিক কার্যকরী ভূমিকা পালন করে।

মাত্রা ও সেবনবিধিঃ 
প্রতিদিন ৫০০ মিগ্রা এর ১-২টি করে ক্যাপসুল দিনে ২-৩ বার আহারের পর অথবা রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য। ক্যাপসুলটি মাসিক সময়সীমার শেষ হওয়ার পরের দিন থেকে সেবন করতে হবে।

পার্শ্ব-প্রতিক্রিয়াঃ নির্দেশিত মাত্রায় সেবনে বিশেষ কোন পার্শ্ব-প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় নাই।

ভেষজ মিথস্ক্রিয়াঃ বিশেষ কোন ভেষজ মিথস্ক্রিয়া পরিলক্ষিত হয় নাই।

অনুপযুক্তঃঅপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে অনুপযুক্ত।

সতর্কতাঃ গর্ভাবস্থায় এই ক্যাপসুলটি সেবন করা নিষেধ। গর্ভকালীন এবং স্তন্যদাত্রী মাতার ক্ষেত্রে এই ক্যাপসুলটি সেবনের পূর্বে রেজিষ্টার্ড ডাক্তারের পরামর্শ নিতে হবে। ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন।

সংরক্ষণঃ শীতল ও শুষ্ক স্থানে রাখুন। আলো এবং আর্দ্রতা থেকে নিরাপদে রাখুন।

পরিবেশনঃ ৫০০ মিগ্রা এর (১০ ঢ ১০) = ১০০টি ক্যাপসুল একটি সুদৃশ্য স্ট্রিপবদ্ধ ব্লিস্টার প্যাকে পরিবেশন করা হয়।

তথ্যসূত্রঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত এবং বাংলাদেশ জাতীয় ইউনানী ফর্মুলারী- ২০০৯ অনুযায়ী উৎপাদিত।

প্রস্তুতকারকঃ 
জিকে ফার্মা (ইউনানী) লিমিটেড
ষ্টেশন রোড, টঙ্গী, গাজীপুর।

No comments:

Post a Comment