Monday, November 13, 2017

Ranom Tablet ৳ 300.00

Ranom Tablet

৳ 300.00
পাকস্থলী ও লিভারের দুর্বলতা, হজমের দুর্বলতা, পেট ফাঁপা, বায়ুজনিত পেট ব্যথা, টক ঢেকুর, অম্লাধিক্য এবং অগ্নিমান্দ্য ও অরুচি।

ট্যাবলেট
রেনম
হজমকারক ও পাকস্থলীর গ্যাস নিবারক
জেনেরিক নামঃ কুরছ হাজ্মোল

উপাদান সমূহঃ
প্রতি ৫০০ মিগ্রা ট্যাবলেটে নিন্মলিখিত সক্রিয় উপাদান গুলো রয়েছেঃ 
ভেষজ নামবৈজ্ঞানিক নামপরিমান
বিট লবনSodium sulphate১০০ মিগ্রা
সৈন্ধব লবনSodium nitrochloride১০০ মিগ্রা
কিবরীত মুছাফ্ফাSulphur৮০ মিগ্রা
নিশাদলAmmonium chloride৮০ মিগ্রা
শুঁঠZingiber officinale৪০ মিগ্রা
গোল মরিচPiper nigrum৪০ মিগ্রা
আকন্দ ফুলCalotropis gigantea১৩ মিগ্রা
সোহাগাSodium borate১৩ মিগ্রা
লবঙ্গSyzygium aromaticum১৩ মিগ্রা
হেল্তীতFerula foetida৭ মিগ্রা
এবং অন্যান্য সহায়ক উপাদানAnd other subsidiary ingredientsপ্রয়োজনমতো

সূত্রঃ কুরছ হাজ্মোল
বাংলাদেশ জাতীয় ইউনানী ফর্মুলারী- ২০০৯।
ইউনানী ঔষধ।

কার্যকারিতাঃ পাকস্থলী ও লিভারের দুর্বলতা, হজমের দুর্বলতা, পেট ফাঁপা, বায়ুজনিত পেট ব্যথা, টক ঢেকুর, অম্লাধিক্য এবং অগ্নিমান্দ্য ও অরুচি।

রেনম-এর বৈজ্ঞানিক বিশ্লেষণ তথ্যঃ রেনম একটি প্রাকৃতিক এনজাইম ট্যাবলেট। পরিপাকতন্ত্রের কার্যকারিতা বৃদ্ধিতে ইহা বিশেষ ভূমিকা পালন করে। ইহা পরিপাকতন্ত্রের কিছু ন্যাচারাল এনজাইম সরবরাহ করে এবং পৌষ্টিকতন্ত্রের এনজাইম নিঃস্বরণ প্রক্রিয়াকে সক্রিয় করে। ফলে ইহা হজম শক্তি বৃদ্ধি করে ও বায়ু নিঃস্বরণ করে। ইহা লালা গ্রন্থিকে উদ্দীপ্ত করে এবং পাকস্থলীতে এনজাইম নিঃস্বরণে সহায়তা করে। রেনম-এ ব্যবহৃত ভেষজের সক্রিয় উপাদান সমূহ পরিপাকতন্ত্রকে শক্তিশালী করে এবং লিভার ও পাকস্থলীর কার্যক্রম সমন্বয় সাধনের মাধ্যমে পরিপাকতন্ত্রের ছন্দ ফিরিয়ে আনে।

মাত্রা ও সেবনবিধিঃ 
প্রতিদিন ৫০০ মিগ্রা এর ১-২টি ট্যাবলেট দিনে ২-৩ বার আহারের পর অথবা রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।

পার্শ্ব-প্রতিক্রিয়াঃ নির্দেশিত মাত্রায় সেবনে বিশেষ কোন পার্শ্ব-প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় নাই।

ভেষজ মিথস্ক্রিয়াঃ বিশেষ কোন ভেষজ মিথস্ক্রিয়া পরিলক্ষিত হয় নাই।

সতর্কতাঃ ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন।

সংরক্ষণঃ শীতল ও শুষ্ক স্থানে রাখুন। আলো এবং আর্দ্রতা থেকে নিরাপদে রাখুন।

পরিবেশনঃ প্রতি বক্সে ৫০০ মিগ্রা এর (১০ দ্ধ ১০) = ১০০টি ট্যাবলেট সুদৃশ্য স্ট্রীপবদ্ধ অ্যালু-পিভিসি ব্লিষ্টার প্যাকে পরিবেশন করা হয়।

তথ্যসূত্রঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত এবং বাংলাদেশ জাতীয় ইউনানী ফর্মুলারী- ২০০৯ অনুযায়ী উৎপাদিত।

প্রস্তুতকারকঃ 
জিকে ফার্মা (ইউনানী) লিমিটেড
ষ্টেশন রোড, টঙ্গী, গাজীপুর।

No comments:

Post a Comment