Monday, November 13, 2017

Alkengi ৳ 700.00-৳ 1200.00

Alkengi

৳ 700.00-৳ 1200.00
মূত্রকৃচ্ছতা, কিডনীর কার্যকারিতা বৃদ্ধি, কিডনী ও মূত্রথলিতে অসার পদার্থ জমা, কিডনীতে ষ্টোন জমা রোধ করে এবং কিডনীর সিরাম ক্রিয়েটিনিন কমাতে সাহায্য করে।

সিরাপ
এলকেনজি
মূত্রকৃচ্ছতা ও কিডনীর কার্যকারিতা বৃদ্ধি
জেনেরিক নামঃ শরবত কাকনাজ

উপাদান সমূহঃ
প্রতি ৫ মিলি সিরাপে তরল নির্যাস আকারে আছেঃ 
ভেষজ নামবৈজ্ঞানিক নামপরিমান
শঁশা বীজCucumis sativus৬০০.০০ মিগ্রা
কাকনাজPhysalis alkekengi৩৬০.০০ মিগ্রা
গোক্ষুরTribulus terrestris২৪০.০০ মিগ্রা
গোয়ালে লতাAdiantum capillus১৮০.০০ মিগ্রা
বনঁফশাViola odorata১৮০.০০ মিগ্রা
গাওজবানBorago officinalis১৮০.০০ মিগ্রা
মৌরিFoeniculum vulgare৭০.০০ মিগ্রা
করফস বীজApium graveolens৭০.০০ মিগ্রা
এবং অন্যান্য সহায়ক উপাদানAnd other subsidiary ingredientsপ্রয়োজনমতো

সূত্রঃ শরবত শরবত কাকনাজ
বাংলাদেশ জাতীয় ইউনানী ফর্মুলারী- ২০০৯।
ইউনানী ঔষধ।

কার্যকারিতাঃ মূত্রকৃচ্ছতা, কিডনীর কার্যকারিতা বৃদ্ধি, কিডনী ও মূত্রথলিতে অসার পদার্থ জমা, কিডনীতে ষ্টোন জমা রোধ করে এবং কিডনীর সিরাম ক্রিয়েটিনিন কমাতে সাহায্য করে।

এলকেনজি-এর বৈজ্ঞানিক বিশ্লেষণ তথ্যঃ এলকেনজি সিরাপে ব্যবহৃত প্রাকৃতিক ভেষজ উপাদান সমূহে বিভিন্ন রকমের এলকালয়েড, তিক্ত উপাদান, ফিক্সড অয়েল, ভোলাটাইল অয়েল ইত্যাদি বিদ্যমান থাকে। এলকেনজি আটটি প্রাকৃতিক ভেষজ উপাদানের সমন্বয়ে তৈরী কিডনীর কার্যকারিতা বৃদ্ধিতে একটি চমৎকার সিরাপ। ইহার মূল্যবান ভেষজ সমূহের মধ্যে রয়েছে- শশা বীজ, কাকনাজ, গোক্ষুর কাঁটা, বনফঁশা, গাওজবান, মৌরি, গোয়ালে লতা ও করফস বীজ। এই সমস্ত উপাদান বিভিন্ন মাত্রায় সক্রিয় থেকে মূত্রকৃচ্ছতা, কিডনীর কার্যকারিতা বৃদ্ধি এবং ষ্টোন জমা রোধে সাহায্য করে। মৌরি ও শশা বীজ এর ধষশধষড়রফ ও াড়ষধঃরষব ড়রষ প্রস্রাবের স্বাভাবিক প্রক্রিয়া বহাল রাখে এবং দৈহিক তাপের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। গোক্ষুর কাঁটা এবং কাকনাজ মূত্রকৃচ্ছতা ও কিডনীর পাথুরী নির্গত করতে সাহায্য করে। এছাড়া গাওজবান, কাকনাজ, করফস বীজের উপাদান বিভিন্ন মাত্রায় সক্রিয় থেকে কিডনির পৎবধঃরহরহব এর মাত্রা কমিয়ে আনে।

মাত্রা ও সেবনবিধিঃ 
প্রতিদিন ৩-৪ চা-চামচ (১৫-২০ মিলি) সিরাপ দিনে ৩-৪ বার অথবা রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।

পার্শ্ব-প্রতিক্রিয়াঃ নির্দেশিত মাত্রায় সেবনে বিশেষ কোন পার্শ্ব-প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় নাই।

ভেষজ মিথস্ক্রিয়াঃ বিশেষ কোন ভেষজ মিথস্ক্রিয়া পরিলক্ষিত হয় নাই।

সতর্কতাঃ ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন। ভেষজ ঔষধ বিধায় বোতলের নিচে তলানি জমতে পারে। ইহা ঔষধেরই অংশ। সেবনের পূর্বে বোতলটি ভালোভাবে ঝাঁকিয়ে নিন।

সংরক্ষণঃ শীতল ও শুষ্ক স্থানে রাখুন। আলো এবং আর্দ্রতা থেকে নিরাপদে রাখুন।

পরিবেশনঃ ১০০ মিলি, ২০০ মিলি এবং ৪৫০ মিলি সিরাপ সুদৃশ্য এম্বার পেট বাতলে পরিমাপের কাপ সহ পরিবেশন করা হয়।

তথ্যসূত্রঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত এবং বাংলাদেশ জাতীয় ইউনানী ফর্মুলারী- ২০০৯ অনুযায়ী উৎপাদিত।

প্রস্তুতকারকঃ 
জিকে ফার্মা (ইউনানী) লিমিটেড
ষ্টেশন রোড, টঙ্গী, গাজীপুর।

No comments:

Post a Comment