Alomet
৳ 600.00-৳ 300.00
গ্রন্থি-প্রদাহ, কটি বাত, গেঁটে বাত এবং শারীরিক ব্যথা নিবারণে কার্যকর।
ক্যাপসুল
এলোমেট
বাত প্রদাহ ও ব্যথা নিবারক
জেনেরিক নামঃ হাব্বে সূরাঞ্জন
উপাদান সমূহঃ
প্রতি ৫০০ মিগ্রা ক্যাপসুলে নি¤œলিখিত সক্রিয় উপাদান গুলো রয়েছেঃ
ভেষজ নাম | বৈজ্ঞানিক নাম | পরিমান |
---|---|---|
মুছাব্বর | Aloe indica | ১৬৭ মিগ্রা |
হরিতকীর খোসা | Terminalia chebula | ১৬৬ মিগ্রা |
মিঠা সুরাঞ্জন | Colchicum luteum | ১৬৭ মিগ্রা |
কাকমাচী রস | Solanum nigrum- juice | প্রয়োজনমতো |
এবং অন্যান্য সহায়ক উপাদান | And other subsidiary ingredients | প্রয়োজনমতো |
সূত্রঃ হাব্বে সূরাঞ্জনবাংলাদেশ জাতীয় ইউনানী ফর্মুলারী- ২০০৯।
ইউনানী ঔষধ।
কার্যকারিতাঃ গ্রন্থি-প্রদাহ, কটি বাত, গেঁটে বাত এবং শারীরিক ব্যথা নিবারণে কার্যকর।
এলোমেট-এর বৈজ্ঞানিক বিশ্লেষণ তথ্যঃ আমাদের শরীরে বিভিন্ন ধরনের বাত ব্যথা বা গাউট (মড়ঁঃ) এর সৃষ্টি হয়। গাউট শব্দের অর্থ “ক্রিষ্টাল ডিপজিশন ডিজিস্”। ইহার প্রদাহের কারণ হচ্ছে রক্তে ঁৎরপ ধপরফ নামক এক প্রকার শারিরীক বর্জ্য পদার্থের মাত্রা বেড়ে যাওয়া এবং অস্থিসন্ধি ও অন্যান্য স্থানে সোডিয়াম ইউরেট এর দানাদার উপস্থিতি। ইহার কারনে অস্থি সন্ধিতে ক্ষতিকর বিক্রিয়া ঘটে এবং ফ্যাগোসাইটাস সেল কেমোট্যাক্সিক পদার্থ রিলিজ করে; যা ক্রিষ্টাল গুলোকে গিলে ফেলে। ফলে প্রদাহের সৃষ্টি হয়। যাদের রক্তে ঁৎরপ ধপরফ এর পরিমান বেশী থাকে তাহাদের এ ধরনের সমস্যা হয়।
ক্যাপসুল এলোমেট-এর বিভিন্ন প্রাকৃতিক ভেষজে ইউরিক এসিড এবং সোডিয়াম ইউরেটের পরিমান কমিয়ে আনার বিভিন্ন উপাদান রয়েছে এবং বাত-ব্যথা, প্রদাহ, গ্রন্থি বেদনা, গেটে বাত ইত্যাদি রোগে কার্যকরী ভূমিকা পালন করে। এছাড়া এলোমেটে ব্যবহৃত প্রাকৃতিক ও ভেষজ উপাদান সমূহে বিভিন্ন প্রকার এলকালয়েড, তিক্ত উপাদান, ফিক্সড অয়েল ও ভোলাটাইল অয়েল ইত্যাদি কার্যকরী উপাদান বিদ্যমান। এ সকল উপাদান সমূহ বিভিন্ন মাত্রায় সক্রিয় থেকে বাত-বেদনা ও প্রদাহ দূর করে শরীরকে সুস্থ রাখে।
মাত্রা ও সেবনবিধিঃ
প্রতিদিন ১-২টি ক্যাপসুল দিনে ২-৩ বার আহারের পর অথবা রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।
প্রতিদিন ১-২টি ক্যাপসুল দিনে ২-৩ বার আহারের পর অথবা রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।
পার্শ্ব-প্রতিক্রিয়াঃ নির্দেশিত মাত্রায় সেবনে বিশেষ কোন পার্শ্ব-প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় নাই।
ভেষজ মিথস্ক্রিয়াঃ বিশেষ কোন ভেষজ মিথস্ক্রিয়া পরিলক্ষিত হয় নাই।
সতর্কতাঃ গর্ভাবস্থায় এই সিরাপটি সেবনের পূর্বে রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন।
সংরক্ষণঃ শীতল ও শুষ্ক স্থানে রাখুন। আলো এবং আর্দ্রতা থেকে নিরাপদে রাখুন।
পরিবেশনঃ প্রতি বক্সে ৫০০ মিগ্রা এর (১০ দ্ধ ৫) = ৫০টি ক্যাপসুল সুদৃশ্য স্ট্রীপবদ্ধ অ্যালু-পিভিসি ব্লিষ্টার প্যাকে পরিবেশন করা হয়।
প্রতি বক্সে ৫০০ মিগ্রা এর (১০ দ্ধ ১০) = ১০০টি ক্যাপসুল সুদৃশ্য স্ট্রীপবদ্ধ অ্যালু-পিভিসি ব্লিষ্টার প্যাকে পরিবেশন করা হয়।
প্রতি বক্সে ৫০০ মিগ্রা এর (১০ দ্ধ ১০) = ১০০টি ক্যাপসুল সুদৃশ্য স্ট্রীপবদ্ধ অ্যালু-পিভিসি ব্লিষ্টার প্যাকে পরিবেশন করা হয়।
তথ্যসূত্রঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত এবং বাংলাদেশ জাতীয় ইউনানী ফর্মুলারী- ২০০৯ অনুযায়ী উৎপাদিত।
প্রস্তুতকারকঃ
জিকে ফার্মা (ইউনানী) লিমিটেড
ষ্টেশন রোড, টঙ্গী, গাজীপুর।
জিকে ফার্মা (ইউনানী) লিমিটেড
ষ্টেশন রোড, টঙ্গী, গাজীপুর।
No comments:
Post a Comment