Monday, November 13, 2017

Maxtrim ৳ 300.00

Maxtrim

৳ 300.00
পাকস্থলী ও লিভারের দুর্বলতা, হজমের দুর্বলতা, পেট ফাঁপা, বায়ুজনিত পেট ব্যথা, টক ঢেকুর, অম্লাধিক্য, বমি ও বমিভাব এবং অগ্নিমান্দ্য ও অরুচি।

ক্যাপসুল
ম্যাক্সট্রিম
হজমকারক এবং আলসার নিবারক
জেনেরিক নামঃ হাব্বে কিব্রীত

উপাদান সমূহঃ
প্রতি ২৫০ মিগ্রা ক্যাপসুলে নিম্নলিখিত সক্রিয় উপাদান গুলো রয়েছেঃ 
ভেষজ নামবৈজ্ঞানিক নামপরিমান
গোল মরিচPiper nigrum৬২.৫০ মিগ্রা
বিরঙ্গEmbelia ribes৬২.৫০ মিগ্রা
পিপুলPiper longum৩১.২৫ মিগ্রা
নমক তাআমSodium chloride৩১.২৫ মিগ্রা
বিট লবনSodium sulphate mixed with Nacl৩১.২৫ মিগ্রা
কাগজী লেবুর রসCitrus aurantifolia- juice৩১.২৫ মিগ্রা
এবং অন্যান্য সহায়ক উপাদানAnd other subsidiary ingredientsপ্রয়োজনমতো

সূত্রঃ হাব্বে কিব্রীত
বাংলাদেশ জাতীয় ইউনানী ফর্মুলারী- ২০০৯।
ইউনানী ঔষধ।

কার্যকারিতাঃ পাকস্থলী ও লিভারের দুর্বলতা, হজমের দুর্বলতা, পেট ফাঁপা, বায়ুজনিত পেট ব্যথা, টক ঢেকুর, অম্লাধিক্য, বমি ও বমিভাব এবং অগ্নিমান্দ্য ও অরুচি।

ম্যাক্সট্রিম -এর বৈজ্ঞানিক বিশ্লেষণ তথ্যঃ ম্যাক্সট্রিম ক্যাপসুলে ব্যবহৃত ভেষজ উপাদান সমূহে বিদ্যমান বিভিন্ন এলকালয়েড, ভোলাটাইল অয়েল, তিক্ত উপাদান সমূহ হজম সহায়ক অঙ্গ-সমূহ (ফরমবংঃরাব ংুংঃবস) এর শক্তি বৃদ্ধি করে এবং পেট ফাঁপা দূর করে ও ংঃড়সধপয এর ধপরফ-কে নষধহপব করে। ফলে অতিরিক্ত ধপরফ নিঃস্বরণের কারণে পেটে যে ব্যথা বা জ্বালা-পোড়া শুরু হয় তা নিরাময় হয়।
ম্যাক্সট্রিম ভূক্ত খাদ্য দ্রব্যে সরাসরি ক্রিয়া করে না বরং পরিপাক যন্ত্রকে শক্তিশালী করে হজম ক্রিয়ায় সাহায্য করে। ম্যাক্সট্রিম একটি প্রাকৃতিক এনজাইম ক্যাপসুল। ইহা পরিপাকতন্ত্রের কিছু হধঃঁৎধষ এনজাইম সরবরাহ করে এবং পোষ্টিকতন্ত্রের এনজাইম নিঃস্বরণ প্রক্রিয়াকে সরবরাহ করে। ইহা লালা গ্রন্থিকে উদ্দীপিত করে এবং পাকস্থলীতে এনজাইম নিঃস্বরণে সহায়তা করে।

মাত্রা ও সেবনবিধিঃ 
প্রতিদিন ২৫০ মিগ্রা এর ১-২টি করে ক্যাপসুল দিনে ২-৩ বার অথবা রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।

পার্শ্ব-প্রতিক্রিয়াঃ নির্দেশিত মাত্রায় সেবনে বিশেষ কোন পার্শ্ব-প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় নাই।

ভেষজ মিথস্ক্রিয়াঃ বিশেষ কোন ভেষজ মিথস্ক্রিয়া পরিলক্ষিত হয় নাই।

সতর্কতাঃ ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন।

সংরক্ষণঃ শীতল ও শুষ্ক স্থানে রাখুন। আলো এবং আর্দ্রতা থেকে নিরাপদে রাখুন।

পরিবেশনঃ ২৫০ মিগ্রা এর ৩০টি ক্যাপসুল একটি সুদৃশ্য প্লাষ্টিক কন্টেইনারে পরিবেশন করা হয়।

তথ্যসূত্রঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত এবং বাংলাদেশ জাতীয় ইউনানী ফর্মুলারী- ২০০৯ অনুযায়ী উৎপাদিত।

প্রস্তুতকারকঃ 
জিকে ফার্মা (ইউনানী) লিমিটেড
ষ্টেশন রোড, টঙ্গী, গাজীপুর।

No comments:

Post a Comment