Monday, November 13, 2017

Tonicard ৳ 300.00-৳ 550.00

Tonicard

৳ 300.00-৳ 550.00
হৃদকম্প, অস্থিরতা, বিষাদ, অবসাদ, হৃদ-পেশীর শক্তি বৃদ্ধি করে এবং হৃদপিন্ডের অতিরিক্ত স্পন্দন নিয়ন্ত্রণে কার্যকর।


সিরাপ
টনিকার্ড
হৃদপিন্ডের শক্তি বৃদ্ধিকারক
জেনেরিক নামঃ শরবত ছন্দল

উপাদান সমূহঃ
প্রতি ৫ মিলি সিরাপে তরল নির্যাস আকারে আছেঃ 
ভেষজ নামবৈজ্ঞানিক নামপরিমান
শ্বেতচন্দনSantalum album৫০০ মিগ্রা
শাপলাNymphaea alba১৫০ মিগ্রা
ধনিয়াCoriandrum Sativum১৫০ মিগ্রা
গোলাপRose damascena১০০ মিগ্রা
অর্জুনছালTerminalia arjuna৩০০ মিগ্রা
এবং অন্যান্য সহায়ক উপাদানAnd other subsidiary ingredientsপ্রয়োজনমতো

সূত্রঃ শরবত ছন্দল
বাংলাদেশ জাতীয় ইউনানী ফর্মুলারী- ২০০৯।
ইউনানী ঔষধ।

কার্যকারিতাঃ হৃদকম্প, অস্থিরতা, বিষাদ, অবসাদ, হৃদ-পেশীর শক্তি বৃদ্ধি করে এবং হৃদপিন্ডের অতিরিক্ত স্পন্দন নিয়ন্ত্রণে কার্যকর।

টনিকার্ড-এর বৈজ্ঞানিক বিশ্লেষণ তথ্যঃ টনিকার্ড প্রাকৃতিক বিভিন্ন ভেষজ উপাদান সমৃদ্ধ একটি পরীক্ষিত হৃদযন্ত্রের শক্তিবর্ধক টনিক। ইহাতে রয়েছে শ্বেতচন্দন, শাপলা ফুল, গোলাপ ফুল এবং ধনিয়ার কার্যকরী ঔষধি উপাদান। শ্বেতচন্দন বা ঝধহঃধষঁস ধষনঁস এর কার্যকর অংশ ংধহঃধষড়ষ নামক উপাদান হৃদপিন্ডের নিজস্ব রক্ত প্রবাহ নালী সমূহকে অধিক কার্যকর ও শক্তিশালী করে। শাপলা বা ঘুসঢ়যধবধ হড়ঁপযধষষর এর নির্যাসের পরঃৎঁং লঁরপব দৈহিক তাপের ভারসাম্য নিয়ন্ত্রণ এবং শারীরিক ক্লান্তি ও অবসাদ দূর করে হৃদপিন্ডের ক্ষমতা বৃদ্ধি করে।

মাত্রা ও সেবনবিধিঃ 
প্রাপ্ত বয়স্কঃ প্রতিদিন ৩-৪ চা-চামচ (১৫-২০ মিলি) সিরাপ দিনে ২-৩ বার সেব্য।
অপ্রাপ্ত বয়স্কঃ প্রতিদিন ১-২ চা-চামচ (৫-১০ মিলি) সিরাপ দিনে ২-৩ বার অথবা রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।

পার্শ্ব-প্রতিক্রিয়াঃ নির্দেশিত মাত্রায় সেবনে বিশেষ কোন পার্শ্ব-প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় নাই।

ভেষজ মিথস্ক্রিয়াঃ বিশেষ কোন ভেষজ মিথস্ক্রিয়া পরিলক্ষিত হয় নাই।

সতর্কতাঃ ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন। ভেষজ ঔষধ বিধায় বোতলের নিচে তলানি জমতে পারে। ইহা ঔষধেরই অংশ। সেবনের পূর্বে বোতলটি ভালোভাবে ঝাঁকিয়ে নিন।

সংরক্ষণঃ সূর্যের আলো থেকে দূরে, শীতল ও শুষ্ক স্থানে রাখুন। আর্দ্রতা থেকে নিরাপদে রাখুন।

পরিবেশনঃ ১০০ মিলি, ২০০ মিলি এবং ৪৫০ মিলি সিরাপ সুদৃশ্য এম্বার পেট বাতলে পরিমাপের কাপ সহ পরিবেশন করা হয়।

তথ্যসূত্রঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত এবং বাংলাদেশ জাতীয় ইউনানী ফর্মুলারী- ২০০৯ অনুযায়ী উৎপাদিত।

প্রস্তুতকারকঃ 
জিকে ফার্মা (ইউনানী) লিমিটেড
ষ্টেশন রোড, টঙ্গী, গাজীপুর।

No comments:

Post a Comment